ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

২০২৫ জুলাই ১৯ ২২:৩০:৫৯
অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাতে বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান আজ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। গরমের কারণে তিনি অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, তাদের আমিরের প্রেশার ও সুগার লেভেল স্বাভাবিক আছে। দলটি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

শনিবার সকালে সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। দুপুর ২টায় কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মূল কার্যক্রম শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন এবং তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিকাল সোয়া ৫টার দিকে তিনি বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান। বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মঞ্চে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে তুলে ধরেন। এরপর তিনি আবারও বক্তব্য দিতে শুরু করেন, কিন্তু দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তখন চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন এবং স্বেচ্ছাসেবকরা তৎপর হয়ে ওঠেন।

অসুস্থ অবস্থায়ও ডা. শফিকুর রহমান মঞ্চে বসেই মাইক হাতে নিয়ে তার সমাপনী বক্তব্য দেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে