ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ফিলিস্তিনপন্থি গ্রুপকে ‘সন্ত্রাসী’ বললেন টিউলিপ

২০২৫ জুলাই ০৭ ১২:২০:০৫
ফিলিস্তিনপন্থি গ্রুপকে ‘সন্ত্রাসী’ বললেন টিউলিপ

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গত বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে ও ২৬ জন বিপক্ষে ভোট দেন।

ইসলামপন্থি সংবাদমাধ্যম ফাইভ পিলারস জানায়, মুসলিম পরিচয়ের কয়েকজন এমপি—যাদের মধ্যে টিউলিপ সিদ্দিকও ছিলেন—এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে অধিকাংশ মুসলিম এমপি ভোটে অংশ নেননি।

প্রসঙ্গত, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সম্প্রতি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ জানায়। সংগঠনটি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থনের বিরোধিতা এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব ভূমিকা রেখে আসছে।

এই নিষেধাজ্ঞার ফলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে আল-কায়েদা ও আইএসের মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে ফেলা হয়েছে। এর মানে, এখন থেকে এই সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করা বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের স্বতন্ত্র এমপি জারা সুলতানা। তিনি বলেন, “একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধু হাস্যকর নয়, এটি আইনের ভয়াবহ অপব্যবহারের দৃষ্টান্ত।”

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর প্রধান নির্বাহী সাচা দেশমুখও সিদ্ধান্তটিকে ‘আইনের নজিরবিহীন অপব্যবহার’ হিসেবে আখ্যা দেন। তার মতে, “এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে সরকার বাক-স্বাধীনতা হরণ, নজরদারি ও গ্রেপতারে আরও শক্তিশালী হয়ে উঠবে।”

‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সংগঠনটি ২০২০ সালে গঠিত হয় এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে। ব্রিটিশ সরকার দাবি করেছে, তাদের কর্মকাণ্ডে এখন পর্যন্ত মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি হয়েছে।

নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই সংগঠনের কর্মীরা ব্রিস্টলের এলবিট সাইট অবরোধ করে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে প্রতিবাদ জানায়।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্য সরকারকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, প্রাণহানির উদ্দেশ্য না থাকলে শুধুমাত্র সম্পত্তি ক্ষতিসাধনকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা উচিত নয়।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার অবশ্য এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই শান্তিপূর্ণ প্রতিবাদে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।”

এদিকে, আলজাজিরা জানায়, একাধিক সংগঠনকে একসঙ্গে নিষিদ্ধ করার খসড়া আইনে ভোট থাকায় অনেক এমপি বাধ্য হয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যদিও এককভাবে তারা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর নিষেধাজ্ঞায় দ্বিধান্বিত ছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে