ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

নতুন নাটকীয় মোড়ের আভাস দিলেন জিল্লুর রহমান

২০২৫ জুলাই ০৪ ১০:৪৩:০৯
নতুন নাটকীয় মোড়ের আভাস দিলেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন একটি পক্ষ আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত, তখন বাস্তব পরিস্থিতিতে ভিন্ন সুর শোনা যাচ্ছে। সম্প্রতি টেলিভিশন উপস্থাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান তার ইউটিউব চ্যানেলে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করেন।

তিনি বলেন, নির্বাচনের ঘিরে যে ন্যারেটিভ বা গল্প তৈরি হয়েছে, তা এখনো স্থির নয়। বরং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কিছু অদৃশ্য কৌশল, অনিশ্চয়তা ও সম্ভাব্য পরিবর্তনের আভাস দিচ্ছে।

জিল্লুর রহমান বলেন, “আমি প্রায়ই বলি, সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। কারও একটু সচেতনতা থাকলেই বোঝা সম্ভব—পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বা কেউ হয়তো সেটিকে কোন দিকে নিতে চাইছে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার মধ্যে সম্প্রতি একটি সৌজন্য সাক্ষাৎ হয়। তবে সেই সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে কোনো আলোচনা হয়নি।

এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলে দ্বিধা ও বিভ্রান্তি আরও বেড়েছে। কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ইতিমধ্যে ফেব্রুয়ারিকে সম্ভাব্য নির্বাচনের সময় ধরে নিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যথেষ্ট উচ্ছ্বসিত।

অনেকেই ধারণা করেছিলেন, ১৪ জুন লন্ডন থেকে দেশে ফেরার পরপরই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য রূপরেখা বা সময়সূচি নিয়ে কোনো ইঙ্গিত দেবেন। কিন্তু সেটি না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে—সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও কোনো নাটকীয় মোড়?

জিল্লুর রহমানের বিশ্লেষণে স্পষ্ট—নির্বাচন প্রক্রিয়া এখনো চূড়ান্ত অবস্থায় পৌঁছেনি। রাজনৈতিক অনিশ্চয়তা এবং সিদ্ধান্ত গ্রহণে দোলাচল এখনো অব্যাহত।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে