ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

গোসল ফরজ হলে পুরুষদের যে কাজগুলো নিষেধ

২০২৫ জুন ১৫ ১২:২০:২০
গোসল ফরজ হলে পুরুষদের যে কাজগুলো নিষেধ

নিজস্ব প্রতিবেদক: গোসল ফরজ বা জানাবত অবস্থায় মুসলিম পুরুষদের জন্য কিছু কাজ রয়েছে যা সম্পাদন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আবার কিছু কাজ রয়েছে যা অনুচিত হলেও ওজু করার মাধ্যমে তা সম্পাদন করা যায়।

গোসল ফরজ হলে যে কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ

ইসলামী শরীয়ত অনুযায়ী, গোসল ফরজ হলে নিম্নলিখিত কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ থাকে —

নামাজ আদায় করা: অপরিষ্কার অবস্থায় ও পবিত্রতা অর্জন করার আগে নামাজ পড়া যায় না।

তাওয়াফ করা: পবিত্রতা ছাড়া ঘরে কাবায় প্রদক্ষিণ বা তাওয়াফ সম্পাদন করাও হারাম।

কোরআন স্পর্শ ও তিলাওয়াত: অজানাবত বা অপরিষ্কার অবস্থায় কোরআন স্পর্শ ও সরাসরি পড়াও নিষিদ্ধ।

মসজিদে প্রবেশ: অপরিষ্কার শরীর নিয়ে মসজিদে প্রবেশ করাও অনুচিত ও শরীয়তসম্মত নয়।

অন্যান্য কাজ: অন্যান্য কাজ যেমন ঘরোয়া কাজ বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। চাইলে ঘর ও বাইরে ঘুরে বেড়ানো বা ঘরকন্নার কাজ সম্পাদন করা যেতে পারে।

রাসূল (স.) ও সাহাবিদের আচরণ

হাদিসে এসেছে, আবু হুরাইরা (রা.) একবার জানাবত বা অপরিষ্কার অবস্থায় রাসূল (স.)-কে দেখতে পেয়ে লজ্জায় দূরে সরে গিয়েছিলেন। পরে তিনি গোসল করে আবার এলেন। রাসূল (স.) বললেন:

সুবহানাল্লাহ! মুসলিম অপরিষ্কার হয় না। (সহিহ বুখারি, হাদিস নং ২৭৯)

গোসল করার আগে ওজু

অন্য এক হাদিসে রয়েছে যে, স্ত্রী সহবাসের পর ঘুমাতে চাইলে বা খাবার গ্রহণ করতে চাইলে রাসূল (স.) ওজু করে নিতেন। (সহিহ মুসলিম, হাদিস নং ৩০৫)

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে