ঢাকা, সোমবার, ২৬ মে ২০২৫
Sharenews24

আমীর হামজাকে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০২৫ মে ২৫ ২১:২৩:৩৭
আমীর হামজাকে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে।

রোববার (২৫ মে) কুষ্টিয়া জেলা জামায়াতের আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সমাবেশে তাঁর প্রার্থিতার ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী ঘোষণা দেওয়ার মাধ্যমে প্রায় ৩০০টি আসনের জন্য প্রার্থী নির্ধারণ সম্পন্ন হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, দল পুনর্গঠন ও বিচারিক সংস্কার ছাড়া জামায়াত কোনো নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করে না।

তিনি আরও বলেন, “আমরা যে প্রার্থীকে মনোনয়ন দিয়েছি, তিনি কেবল দেশের ভেতরেই নন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন পরিচিত ও প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ হিসেবে সুপরিচিত।”

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলমগীর বিশ্বাস, টিম সদস্য খন্দকার এ কে এম আলী মহসীন, নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবির শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্লেষকদের মতে, জামায়াতের এ ধরনের প্রার্থী ঘোষণা দলটির রাজনৈতিক সক্রিয়তা এবং সাংগঠনিক উপস্থিতি নতুন করে জোরদার করার একটি কৌশল হিসেবে দেখা যাচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে