ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি তারেক রহমানের

২০২৫ মে ২৫ ২৩:২১:৩৫
আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে। আমাদের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’

রবিবার (২৫ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য জনপ্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, সম্মানিত, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে এবং অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে জনগণ দেশের ইতিহাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পারবে।

তিনি বলেন, ‘আমরা যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলাম, তারা এই লক্ষ্যে আমাদের সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে-বিদেশে সম্মানিত ও যোগ্য ব্যক্তির নেতৃত্বে জনগণ একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে পারবে।’

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে