ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

ড্রোন হামলার মুখে অল্পের জন্য রক্ষা পেলেন পুতিন

২০২৫ মে ২৫ ২৩:১৪:২০
ড্রোন হামলার মুখে অল্পের জন্য রক্ষা পেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: উক্রেনীয় ড্রোন হামলার মুখে পড়েও অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক সফরের সময় তাকে বহনকারী হেলিকপ্টার ঘিরে ফেলে ইউক্রেনের ড্রোনের বিশাল বহর। তবে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন।

রুশ বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন রোববার (২৫ মে) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘রাশিয়া ১’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, কুরস্ক আকাশে পুতিনের হেলিকপ্টার চলার সময় ইউক্রেনের ড্রোন হামলার মাত্রা হঠাৎ করেই বেড়ে যায়।

“আমাদের ইউনিটগুলো একযোগে আকাশ প্রতিরক্ষা যুদ্ধ ও প্রেসিডেন্টের হেলিকপ্টার রক্ষায় দায়িত্ব পালন করেছে,” বলেন দাশকিন। তিনি জানান, হামলার সময় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ৪৬টি স্থিরডানা ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।

সফরকালে প্রেসিডেন্ট পুতিন স্থানীয় গভর্নর আলেকজান্ডার খিনস্টেইন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ প্রশাসনের দাবি অনুযায়ী, সম্প্রতি এই অঞ্চলটি সম্পূর্ণ ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ ধরনের হামলার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনাকে ভণ্ডুল করা। তবে মস্কো এখনও গঠনমূলক সংলাপে আগ্রহী এবং শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে