ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

'অপারেশন সিন্দুর' বিতর্কে মোদি: নেতা-মন্ত্রীদের লাগাম টানার বার্তা

২০২৫ মে ২৫ ২৩:২৭:২২
'অপারেশন সিন্দুর' বিতর্কে মোদি: নেতা-মন্ত্রীদের লাগাম টানার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ‘অপারেশন সিন্দুর’–এর পর একাধিক বিজেপি নেতা ও মন্ত্রীর বেফাঁস মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় উঠেছে। এতে অস্বস্তিতে পড়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

রোববার (২৫ মে) এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে সতর্কবার্তা দেন। বৈঠকে তিনি বলেন, “যে কোনো বিষয়েই সর্বত্র মন্তব্য করা যাবে না, বক্তব্যে সংযম রাখা আবশ্যক।”

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুধু মোদি নন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও নেতাকর্মীদের দায়িত্বহীন বক্তব্যে বিরক্ত। এমন পরিস্থিতিতে মোদির ‘মুখে লাগাম টানার’ বার্তা তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পেহেলগাম হামলা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন। তিনি বলেন, “নারী পর্যটকদের সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করা উচিত ছিল। তাহলে হয়তো হতাহতের সংখ্যা কম হতো।” তার এই বক্তব্যে তীব্র সমালোচনা হয়।

এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কটূক্তি করে বলেন, তিনি ‘সন্ত্রাসীদের বোন’। এই মন্তব্যের পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। যদিও পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চান, তবে তা বিতর্ক থামাতে পারেনি। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই অভিযোগ খতিয়ে দেখতে মধ্যপ্রদেশ পুলিশ ইতোমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে।

এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব মুখ বন্ধ রাখার কৌশল নিয়েছে এবং দলের ভেতরে শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে