ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

আসিফ-সালাহউদ্দিনের ভাইরাল মুহূর্ত নিয়ে তোলপাড়

২০২৫ মে ২৫ ১৫:৫২:০৬
আসিফ-সালাহউদ্দিনের ভাইরাল মুহূর্ত নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঙ্গে হাসিমুখে করমর্দন করছেন।

ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কারণ, এই সালাহউদ্দিন আহমেদই বৈঠক শেষে মিডিয়ার সামনে এসে আসিফ মাহমুদসহ তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে লিখিত চিঠি দেওয়ার কথা জানান।

শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠক শেষে এসব দলের প্রতিনিধিরা গণমাধ্যমে বক্তব্য দেন।

আসিফ মাহমুদ এই বৈঠকের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়—বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে হাত মেলাচ্ছেন এবং হাসিমুখে কথা বলছেন। ঠিক সেই সালাহউদ্দিনই বৈঠক শেষে দাবি করেন,

“আসিফ মাহমুদসহ তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।”

ছবিটির সময় ও প্রেক্ষাপটের সঙ্গে রাজনৈতিক বক্তব্যের বৈপরীত্য অনেকে তুলে ধরেছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক দ্বিচারিতা মনে করলেও অনেকেই বলছেন, এটিই হলো রাজনীতির সৌন্দর্য।

নকিবুল ইসলাম অংকন নামের এক ব্যক্তি মন্তব্য করেন,“মতভেদ থাকবেই, তবে মতভেদ মানেই শত্রুতা নয়। হাসিমুখে করমর্দন রাজনীতির সংস্কৃতির পরিচয় দেয়।”

মাসুম জয় মন্তব্য করেন,“রাজনীতি যেন শুধুই ক্ষমতা দখলের লড়াই না হয়। সময় এসেছে দেশের কথা ভাবার, বাস্তব রাজনৈতিক সৌন্দর্য প্রতিষ্ঠার।”

অন্য একজন লিখেছেন,“বিএনপিকে জানতে হলে, রাজনৈতিক আদর্শ ও কৌশল বুঝতে হবে। করমর্দনের মধ্যে যে পরিণত রাজনীতির বার্তা আছে, তা বুঝতে না পারলে আলোচনা অসম্পূর্ণ থাকবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থির প্রেক্ষাপটে এমন দৃশ্য জনমনে কিছুটা স্বস্তি ও পরিণতির বার্তা দেয়। আবার অনেকে মনে করছেন, এটি কৌশলগত চিত্র—পেছনে চাপা উত্তেজনা থেকেই যাচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে