ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

সূচক বাড়লেও দ্বিধায় বিনিয়োগকারীরা: ঢাকায় ঊর্ধ্বগতি, চট্টগ্রামে পতন

২০২৫ মে ২০ ১৫:১০:৫০
সূচক বাড়লেও দ্বিধায় বিনিয়োগকারীরা: ঢাকায় ঊর্ধ্বগতি, চট্টগ্রামে পতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে দেশের শেয়ারবাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। সপ্তাহের শুরুটা কিছুটা ইতিবাচক হলেও পরবর্তী দুই কর্মদিবসে বাজারে নেমে আসে দরপতনের ছায়া। সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে মোট ৪৪ পয়েন্ট। তবে আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস (বুধবার ২২ মে) সূচকের নাটকীয় উত্থান-পতনের পর বাজার ফিরেছে ঊর্ধ্বমুখী ধারায়।

আজকের লেনদেন শেষে ডিএসইর সব সূচক বেড়েছে। বিশেষ করে ডিএসইর প্রধান সূচকে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। এদিন লেনদেনও আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেড়েছে, যা বাজারে নতুন করে কিছুটা আস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্র ছিল ভিন্ন। ডিএসইতে সূচক ও লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে সব সূচক এবং লেনদেনের পরিমাণও। এ থেকেই স্পষ্ট, বাজার এখনো পূর্ণ আস্থার অবস্থানে পৌঁছায়নি। বিনিয়োগকারীরা মিশ্র সেন্টিমেন্ট নিয়ে লেনদেন করছেন, যার ফলে দুই স্টক এক্সচেঞ্জে ভিন্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তা কাজ করছে। একদিকে বাজেটকে সামনে রেখে শেয়ারবাজারে সম্ভাব্য কর ছাড় ও নীতিগত সহায়তার আশ্বাস, অন্যদিকে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ঘাটতি এখনো কাটেনি।

বিশ্লেষকদের মতে, বাজারে আস্থার ঘাটতি কাটিয়ে ওঠার জন্য শুধু কর প্রণোদনা নয়, বরং প্রয়োজন দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা। তবেই বিনিয়োগকারীদের মনোবল দৃঢ় হবে এবং বাজারে টেকসই উন্নয়ন দেখা যাবে।

আগামী কয়েক কার্যদিবস বাজার কোন দিকে মোড় নেয়, তা নির্ধারিত হবে বাজেট ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা, কোম্পানিগুলোর ঘোষিত করপোরেট ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ পদক্ষেপের ওপর।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে