ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫
Sharenews24

শেয়ার, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র জব্দ রাজউকের সাবেক চেয়ারম্যানের

২০২৫ মে ১৯ ২৩:০৫:৩৩
শেয়ার, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র জব্দ রাজউকের সাবেক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রীর শেয়ার ও ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ

সোমবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর বিও হিসাব, শেয়ার, ব্যাংক হিসাব এবং সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। এই আদেশ অনুযায়ী, তাদের সংশ্লিষ্ট সব সম্পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানানো হয়েছে। দুদকের পক্ষ থেকে মো. আবুল হাসনাত নামের একজন পরিচালক এই আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয়েছে, ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রীর নামে ১৩টি বিও হিসাবের মাধ্যমে বিপুল সংখ্যক শেয়ারের মালিকানা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর এবং সঞ্চয়পত্রে বিপুল অস্থাবর সম্পত্তি রয়েছে, যা তারা বিদেশে পাচার করার চেষ্টা করছেন বলে সন্দেহ প্রকাশ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, এসব সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে অবরুদ্ধ করা জরুরি। এর মাধ্যমে সম্পদ জব্দ করে তদন্ত সম্পন্ন করা হবে এবং সম্ভাব্য অবৈধ লেনদেনের তথ্য সংগ্রহের কাজ সহজ হবে।

উল্লেখ্য, এই নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট সব হিসাব ও সম্পদ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে