ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

হাজারেরও বেশি আউটলেট নিয়ে শ্রীলঙ্কায় যাত্রা করলো ওয়ালটন

২০২৫ মে ১৯ ২২:৫৭:৩৮
হাজারেরও বেশি আউটলেট নিয়ে শ্রীলঙ্কায় যাত্রা করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বাজারে সফলভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। শনিবার (১০ মে) কলম্বোর সিনামন লাইফ হোটেলে অনুষ্ঠিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ অনুষ্ঠানের মাধ্যমে এ অভিষেক সম্পন্ন হয়। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের অবস্থান আরও সুদৃঢ় করে তুলতে যাচ্ছে।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রোটেকের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার শতাধিক শ্রীলঙ্কার ব্যবসায়ী ও পরিবেশক।

উদ্বোধনী বক্তৃতায় ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে পৃষ্ঠপোষকতার মাধ্যমে শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড খুবই পরিচিত। আমাদের লক্ষ্য বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক মানদণ্ডে এগিয়ে থাকা। শ্রীলঙ্কায় মনিক ট্রেডিংয়ের সহযোগিতায় ওয়ালটন দ্রুত বাজারে শক্ত অবস্থান তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।”

বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার জন্য ওয়ালটন কারখানায় অটোমেশন, গবেষণা ও উদ্ভাবনে ব্যাপক বিনিয়োগ চলছে। এর অংশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়ায় গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উন্নত প্রযুক্তি ও ডিজাইন, বিদ্যুৎ সাশ্রয়ী ফিচার ও স্মার্ট প্রযুক্তি—যা দেশের ক্রেতাদের চাহিদা ও আবহাওয়া অনুযায়ী উন্নত পণ্য উৎপাদনে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী রেসিডেনসিয়াল এসি, ভয়েস কন্ট্রোল এসি এবং অন্যান্য স্মার্ট প্রযুক্তির পণ্য তৈরি সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ওয়ালটন এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের ৫০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে। বিশেষ করে এশিয়া মহাদেশে এর ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কায়ও দ্রুত বাজারের শক্ত অবস্থান গড়ে তুলতে প্রত্যাশা ব্যক্ত করেন কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কায় ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা বলেন, “ওয়ালটনের পণ্য গুণগতমান, উদ্ভাবনী প্রযুক্তি ও দামের দিক থেকে প্রতিযোগিতামূলক। শ্রীলঙ্কার বাজারে দ্রুত সহস্রাধিক আউটলেটে আমাদের পণ্য পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি, ক্রেতারা এই ব্র্যান্ডের সাথে দ্রুত পরিচিত হয়ে উঠবেন।”

শ্রীলঙ্কায় বাংলাদেশি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, “বাংলাদেশের প্রযুক্তি ও পণ্যসম্ভার বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। শ্রীলঙ্কায় ওয়ালটনের এই উদ্যোগ দেশের জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”

অন্যদিকে, ওয়ালটন মাইক্রোটেকের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, “আমরা বিশ্বসেরা গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে কাজ করছি। আজকের এই লঞ্চের মাধ্যমে আমাদের লক্ষ্য আরও এগিয়ে গেল। আশা করি, শ্রীলঙ্কায়ও ওয়ালটন দ্রুত বাজারে দারুণ সাফল্য অর্জন করবে।”

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ওয়ালটনের শক্তিশালী বিক্রয়, বিপণন এবং বিক্রয়োত্তর সেবা ব্যবস্থা ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে, যাতে ক্রেতাদের সুবিধা নিশ্চিত হয়।

আলীম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে