ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

টিউবওয়েল চাপতে গিয়ে প্রাণ গেল কফিলের

২০২৫ মে ১৯ ০৮:৫১:০৮
টিউবওয়েল চাপতে গিয়ে প্রাণ গেল কফিলের

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে টিউবওয়েল চেপে হাতমুখ ধুতে গিয়ে কফিল উদ্দিন নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের জামতলী এলাকায় আলম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দিনমজুর কফিল উদ্দিন উপজেলার ডেফলাই গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার ডেফলাই গ্রামের কফিলসহ আরও দুই শ্রমিক জামতলী এলাকায় অন্যের জমিতে ধান কাটতে যায়। ধান কাটা শেষে বিকেলে ধানের আঁটি বাড়ি নিয়ে এসে স্থানীয় আলম নামে একজনের বাড়ির আঙ্গিনায় রাখে।এ সময় হঠাৎ বৃষ্টি নামলে কফিল উদ্দিন হাতমুখ ধোয়ার জন্য আলমের বাড়ির আঙিনার টিউবওয়েলে যায়। টিউবওয়েলে হাত দেয়া মাত্রই কফিল বিদ্যুতায়িত হয়। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে কফিল উদ্দিনের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে