ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

খাদ্য খাতে ইপিএস বেড়েছে ৪ কোম্পানির

২০২৫ মে ১৭ ২২:০১:৪০
খাদ্য খাতে ইপিএস বেড়েছে ৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৫) আয় প্রতিবেদনে দেখা গেছে, বেশিরভাগ কোম্পানির আয় হ্রাস পেয়েছে। ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এখাতে তালিকাভুক্ত ২১টি কোম্পানির মধ্যে ১৭টি কোম্পানির ইপিএস (প্রতি শেয়ার আয়) প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির ইপিএস কমেছে, বেড়েছে মাত্র ৪টির।

ইপিএস বৃদ্ধি পাওয়া কোম্পানি ৪টি হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারি, বঙ্গজ ও ফাইন ফুডস।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১২ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৮৮ পয়সা।

বীচ হ্যাচারি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯২ পয়সা।

বঙ্গজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা।

ফাইন ফুডস

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর একই ইপিএস ছিল ১৮ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে