ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

রোববার ডিএসইতে যাচ্ছেন ড. আনিসুজ্জামান

২০২৫ মে ১৭ ১২:৪৮:৩৮
রোববার ডিএসইতে যাচ্ছেন ড. আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামীকাল রোববার ( ১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাচ্ছেন। শেয়ারবাজারের চলমান অস্থিরতা ও অবনতিশীল প্রবণতা পর্যালোচনার অংশ হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের শুরুতে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. আনিসুজ্জামান। এরপর তিনি শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং শেষ পর্যন্ত ডিএসই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।

সূত্র জানায়, সফরের মূল লক্ষ্য হলো বাজারের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা।

প্রসঙ্গত, এই পরিদর্শনমূলক সফর মূলত নির্ধারিত ছিল গত ৬ মে। তবে বিশেষ কারণবশত তা স্থগিত হয়ে যায় এবং নতুন তারিখ নির্ধারিত হয় ১৮ মে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে