ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

আবদুস সালামের মৃত্যুতে ডিএসইর শোক প্রকাশ

২০২৫ মে ১৭ ১১:৩৯:৩৮
আবদুস সালামের মৃত্যুতে ডিএসইর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নং ১৯০)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ আবদুস সালাম শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০ টায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ডিএসই গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় ডিএসই জানায়, “আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড (DSE TREC নং ১৯০)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারহোল্ডার প্রতিনিধি জনাব মোঃ আবদুস সালাম ১৬ মে ২০২৫, শুক্রবার রাত ১০:৩০ টায় ল্যাবএইড হাসপাতাল, ঢাকা-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”

তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় সিংতলা সেতারা বেগম মসজিদ, পুরান ঢাকা, বাংলাবাজারে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ গ্রাম কাজীপাড়া, চান্দিনা, কুমিল্লায় যোহরের নামাজের পর। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ডিএসই সকল ট্রেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের জানাজায় উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে