ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

১৫ মে ব্লকে এক কোম্পানির বড় লেনদেন

২০২৫ মে ১৫ ১৫:১৬:০২
১৫ মে ব্লকে এক কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৯ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড, বীকন ফার্মাসিউটিক্যালস, কেডিএস এক্সেসরিজ এবং গ্রামীণফোন । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজ ৭৪ লাখ এবং গ্রামীণফোন ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে