ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

পতনের দিনে দুই প্রতিষ্ঠানের নতুন ইতিহাস

২০২৫ মে ১৩ ২০:০৩:৫৮
পতনের দিনে দুই প্রতিষ্ঠানের নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ (১৩ মে) বড় পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৪৭ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে এবং দর পরিবর্তন হয়নি ৩৫টির।

পতনমুখী বাজারেও আজ দুইটি মিউচুয়াল ফান্ড লেনদেনে নতুন মাইলফলক স্পর্শ করেছে। এর মধ্যে ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড গত দুই বছরের সর্বোচ্চ লেনদেন অর্জন করেছে, আর এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড দুই বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ লেনদেনে পৌঁছেছে।

ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২ কোটি ৪০ লাখের বেশি ইউনিট লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৯ কোটি ৯ লাখ টাকারও বেশি। এ লেনদেন গত দুই বছরে ফান্ডটির মধ্যে সর্বোচ্চ। ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় এটি আজ ৬ষ্ঠ স্থানে ছিল। এদিন ফান্ডটির দর ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ বেড়েছে, ফলে এটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম অবস্থানে উঠে আসে।

এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড

এদিন এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড-এর ইউনিট লেনদেনও ছিল চমকপ্রদ। ফান্ডটির মোট ১ কোটি ৪৯ লাখের বেশি ইউনিট হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি। এ লেনদেন গত দুই বছরে তৃতীয় সর্বোচ্চ। ডিএসইতে লেনদেনের দিক থেকে এটি ৭ম অবস্থানে রয়েছে। তবে আজ ফান্ডটির দর কিছুটা কমেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তৎপরতা কিংবা পরিকল্পিত কৌশলগত বিনিয়োগের কারণেই আজ এই ব্যতিক্রমী লেনদেন হয়েছে। সাধারণত এ ধরনের ফান্ডে এমন উচ্চ লেনদেন সচরাচর দেখা যায় না। এটি হয়তো আইসিবির এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর প্রক্রিয়ার অংশ হতে পারে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে