ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

আইএমএফের ঋণে সবুজ সংকেত, বাংলাদেশের জন্য সুখবর

২০২৫ মে ১৩ ১৬:০৯:৫৬
আইএমএফের ঋণে সবুজ সংকেত, বাংলাদেশের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে সম্মতি দিয়েছে সংস্থাটি। ডলারের বিনিময় হার আরও নমনীয়তা শর্তে ঋণের কিস্তি ছাড় করতে সম্মত হয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে আইএমএফের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হয়েছে। এ সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থায় নমনীয়তা আনতে রাজি হয়েছে। এই ব্যবস্থায় আগে যে করিডর ছিল আড়াই শতাংশ, তা বাড়িয়ে চার শতাংশ করা হবে। ক্রলিং পেগের মধ্যবর্তী বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১১৯ টাকা, যার ফলে ডলারের দর কিছুটা বাড়বে।

প্রসঙ্গত, ২০২২ সালে আর্থিক চাপ সামাল দিতে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির আলোচনা শুরু হয়, যার চূড়ান্ত অনুমোদন আসে ২০২৩ সালের জানুয়ারিতে। প্রথম কিস্তি হিসেবে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার এবং দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ২০ লাখ ডলার ছাড় করা হয়। তৃতীয় কিস্তিতে আসে ১১৫ কোটি ডলার। এ পর্যন্ত তিন কিস্তিতে মোট ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।

তবে মুদ্রাবাজারে বাজারভিত্তিক বিনিময় হার চালু না করা, বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং রাজস্ব ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় চতুর্থ ও পঞ্চম কিস্তি আটকে ছিল। শেষ পর্যন্ত এসব বিষয়ে ছাড় দিয়ে এবং নমনীয়তা প্রদর্শনের আশ্বাসে আইএমএফ ঋণের বাকি কিস্তি ছাড়ে সম্মত হয়েছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক অনুমোদনের।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে