ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

রাজধানীতে রিকশা চলাচল নিয়ে নতুন নিয়ম

২০২৫ মে ১৩ ২১:৩১:৪৮
রাজধানীতে রিকশা চলাচল নিয়ে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকার মূল সড়কগুলোতে আর কোনো রিকশা চলাচল করতে পারবে না।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে পরিচালিত অভিযানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রিকশা চলবে শুধু অভ্যন্তরীণ সড়কে। মূল সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে এসব রিকশা চলাচলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেসকোর সহায়তায় চার্জিং পয়েন্ট ও অবৈধ রিকশা উৎপাদনকারী ওয়ার্কশপও বন্ধ করে দেওয়া হবে।

প্রশাসক আরও বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানীতে সংঘটিত সড়ক দুর্ঘটনার ২০ শতাংশের জন্য ব্যাটারিচালিত রিকশা দায়ী। অনিয়ন্ত্রিত গতি ও নিরাপত্তা বিবেচনায় তৈরি না হওয়ায় এসব যানবাহন বিশেষ করে নারী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি জানান, বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার একটি নকশা তৈরি করা হয়েছে। অনুমোদিত কিছু কোম্পানিকে এসব রিকশা তৈরির অনুমতিও দেওয়া হয়েছে। চলতি মাসেই চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মোহাম্মদ এজাজ জানান, প্রশিক্ষণ শেষে যারা উত্তীর্ণ হবেন, তারাই বৈধ লাইসেন্স পাবেন এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা চালাতে পারবেন। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি লাইসেন্স দেওয়া হবে, এবং রিকশার নির্ধারিত ভাড়াও ঠিক করা হবে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে