ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

সাময়িকভাবে বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

২০২৫ মে ০২ ২২:৪৪:৪৪
সাময়িকভাবে বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেসরকারি এয়ারলাইন্সের কার্যক্রমে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সম্প্রতি নভোএয়ার নামের একটি বেসরকারি বিমান সংস্থা তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট চালু করার লক্ষ্য রয়েছে।

নভোএয়ারের একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির বহরে থাকা পাঁচটি এটিআর উড়োজাহাজ বর্তমানে বিক্রির প্রক্রিয়া চলছে। ক্রেতারা আসন এবং কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আসছেন, যার জন্যই আপাতত সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

তবে কবে থেকে ফ্লাইট পুনরায় চালু হবে—এ বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ২০ এপ্রিল নভোএয়ার হঠাৎ করে টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এরপর আবার টিকিট বিক্রি শুরু করলেও কিছুদিন পরে তা আবার স্থগিত করা হয়। এর ফলে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। ফ্লাইট বন্ধ হওয়ার আগে পর্যন্ত নভোএয়ার ঢাকাসহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে—চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে—ফ্লাইট পরিচালনা করছিল। এছাড়া, গত বছর সেপ্টেম্বরের দিকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট বন্ধ করে দেয়।

নভোএয়ারের পরিকল্পনায় ছিল মাঝারি আকারের এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করে আন্তর্জাতিক রুটে সম্প্রসারণ, কিন্তু বিনিয়োগের অপ্রতুলতা এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সেই উদ্যোগে বাধা পড়েছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে একটি উল্লেখযোগ্য অনিশ্চয়তা সৃষ্টি করেছে, যা পর্যটন, ব্যবসা ও যাত্রা সাধারণের জন্য প্রভাব ফেলতে পারে।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে