ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

বাসর রাতেই স্বামীর মৃত্যু গ্রামজুড়ে শোকের ছায়া

২০২৫ মে ০৩ ০৯:৫৮:৩৪
বাসর রাতেই স্বামীর মৃত্যু গ্রামজুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের রাতেই স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন নববধূ লাভলী আক্তার (২০)। বাসর রাতেই জীবনসঙ্গীর চিরবিদায়ের ঘটনাটি গ্রামজুড়ে শোকের ছায়া ফেলেছে।

শুক্রবার (২ মে) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাল শাড়ি পরে, চোখে অশ্রু আর হাতে মেহেদির রঙ নিয়ে শেষবারের মতো স্বামী খালেকুজ্জামান ডিউটের মরদেহের পাশে বসে থাকেন লাভলী। এ সময় তাকে দেখা যায় নির্বাক ও হতবিহ্বল অবস্থায়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের সঙ্গে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে বৃহস্পতিবার সারা দিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল।

রাত ১২টার দিকে বর বাসরঘরে প্রবেশ করেন। নববধূ লাভলীর কাছ থেকে এক গ্লাস পানি চান তিনি। ঠিক তখনই হঠাৎ চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন খালেকুজ্জামান। নববধূর আতঙ্কিত চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়—তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

নববধূ লাভলীর চাচা ও সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, খালেকুজ্জামান ডিউট এর আগে প্রায় ১৮ বছর আগে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় এবার দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম ঘরে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার আমার ভাতিজির সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে। কে জানতো বিয়ের রাতেই আমার জামাতার মৃত্যু হবে। অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলেন। বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।

মৃত খালেকুজ্জামান ডিউট পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি উপজেলার রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে