ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

সাকিবকে দেওয়া গোপন বার্তা ফাঁস করলেন মেজর হাফিজ

২০২৫ মে ০৩ ১৭:১১:৩২
সাকিবকে দেওয়া গোপন বার্তা ফাঁস করলেন মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনীতিতে আসার পেছনে ছিল এক সময়ের জাতীয় ফুটবল তারকা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচিত এক বৈঠক।

আজ (শনিবার) ঢাকার এনএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর হাফিজ সেই আলোচনার প্রসঙ্গ টেনে আনেন এবং সাকিবকে তিনি কী পরামর্শ দিয়েছিলেন তা প্রকাশ করেন।

মেজর হাফিজ জানান, সাকিব রাজনীতিতে যোগ দেওয়ার আগেই তার সঙ্গে দেখা করেন এবং রাজনীতিতে আসার ইচ্ছার কথা জানান। তখনই তিনি সাকিবকে সতর্ক করে বলেন "তুমি ভালো খেলোয়াড়, দেশের সম্মান। রাজনীতিতে এখন আসার সময় নয়। আর যাই করো, আওয়ামী লীগে যোগ দিয়ো না।"

তার দাবি, তিনি সাকিবকে সতর্ক করেছিলেন আওয়ামী লীগের "ফ্যাসিস্ট ও নেতিবাচক চরিত্র" সম্পর্কে এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন কেন এই দলে যোগ দেওয়া উচিত নয়।

মেজর হাফিজ বলেন, “আমি মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান জাতীয় দলে খেলেছি, অথচ স্বাধীন বাংলাদেশে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে জাতীয় দলে জায়গা পাইনি। কারণ আমার বাবা ছিলেন জাসদের সহ-সভাপতি।”

তিনি আরও বলেন, “আমি মোহামেডানের হয়ে দুই ম্যাচে সাত গোল করেও জাতীয় দলে সুযোগ পাইনি। কারণ, আওয়ামী লীগের আচরণ সবসময় প্রতিহিংসাপরায়ণ ছিল।”

সাকিবকে এ সতর্কবার্তা দেওয়ার পর তিনি কিছুক্ষণ চুপ ছিলেন, কিছু বলেননি, শুধু বিদায় নিয়ে চলে যান বলে জানান মেজর হাফিজ।এরপরের ঘটনা সবারই জানা—সাকিব আওয়ামী লীগে যোগ দেন এবং সংসদ সদস্য হন।

মেজর হাফিজ বলেন, “আজ সাকিব গণধিক্কৃত, দেশে ফিরতে পারছে না। তার সব অর্জন আজ প্রশ্নবিদ্ধ। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগে না গেলে সাকিব আজ সম্মানের সঙ্গেই খেলা ও জীবন চালিয়ে যেতে পারত।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে