ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

জোবাইদা রহমানের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ দাবি

২০২৫ মে ০৩ ১০:০৪:৩৫
জোবাইদা রহমানের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে দেশে আসছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সকালে তারা ঢাকায় পৌঁছাবেন।

এ প্রেক্ষাপটে ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আবেদন জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকায় অবস্থানকালে ডা. জোবাইদা ধানমন্ডিস্থ তার পিত্রালয়ে থাকবেন। এ সময় তার যাতায়াত এবং বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে একজন স্বশস্ত্র গানম্যান, প্রটোকল গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় নিরাপত্তা প্রহরা এবং আর্চওয়ে স্থাপন করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি কাতারের আমির প্রেরিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে তিনি নতুন একটি টয়োটা ক্রাউন ব্র্যান্ডের কালো রঙের গাড়ি ব্যবহার করবেন, যা ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

ডা. জোবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। তিনি এরশাদ সরকারের সময়ে যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি. ওসমানী তার চাচা। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তার বিয়ে হয় এবং ১৯৯৫ সালে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। ২০০৮ সালে তারেক রহমানের সঙ্গে তিনি লন্ডনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে