ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানে ভারতীয় গান আর শোনা যাবে না

২০২৫ মে ০২ ২১:৪২:১৬
পাকিস্তানে ভারতীয় গান আর শোনা যাবে না

বিনোদন প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। রাজনৈতিক উত্তেজনার সেই আঁচ এবার লেগেছে দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও।

ঘোষণা এসেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে—তাদের দেশের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান সম্প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১ মে থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

‘বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতি’কে কারণ হিসেবে দেখিয়ে পাকিস্তান সম্প্রচার সংঘের মহাসচিব শাকিল মাসুদ জানান, সব রেডিও স্টেশনে ভারতীয় গান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি স্বীকার করেন, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার বা মুকেশের মতো শিল্পীদের গান পাকিস্তানে বরাবরই ছিল তুমুল জনপ্রিয়। তাই এই নিষেধাজ্ঞায় অনেক শ্রোতা আক্ষেপ প্রকাশ করেছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ সিদ্ধান্তকে ‘জাতীয় সংহতির প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, “এটি দেশপ্রেমের বহিঃপ্রকাশ, যা বর্তমান সংকটে জাতির মনোভাবকে প্রতিনিধিত্ব করে।”

অন্যদিকে, ভারতও নিয়েছে পাল্টা ব্যবস্থা। পেহেলগাম হামলার পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে ডন নিউজ, এআরওয়াই, জিও নিউজের মতো প্রভাবশালী মাধ্যমগুলো।

এছাড়া, অনেক ভারতীয় ব্যবহারকারী এখন পাকিস্তানের তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। মাহিরা খান, হানিয়া আমির, আলী জাফরের মতো জনপ্রিয় সেলেবরাও এ তালিকায়।

অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপড়েনে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। কিন্তু গান ও চলচ্চিত্র ছিল সেই ভাঙা সেতুর শেষ অবলম্বন—এবার সেটিও ভেঙে পড়েছে।

সীমান্তের দুই পাশে দাঁড়িয়ে এখন একে অন্যকে শুনতে না চাওয়ার এক নিঃস্তব্ধ পরিস্থিতি। সংস্কৃতির মঞ্চে অভিনেতা আছে, আবেগ আছে, কেবল সংলাপ হারিয়ে গেছে।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে