ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

প্রযোজকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব পেয়েছিলেন অঞ্জনা

২০২৫ মে ০২ ১৬:৪১:৩৭
প্রযোজকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব পেয়েছিলেন অঞ্জনা

বিনোদন প্রতিবেদক: রুপালি জগতের ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। জনপ্রিয় ভারতীয় বাংলা অভিনেত্রী অঞ্জনা বসু সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই অঙ্গনে কাজ করতে গিয়ে তার মুখোমুখি হওয়া তিক্ত অভিজ্ঞতা।

‘বধূবরণ’ ধারাবাহিকে অভিনয়ের সময় এক নির্বাহী প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন। প্রযোজকের দাবি ছিল, রাত কাটানোর শর্ত না মানলে ধারাবাহিক থেকে বাদ পড়তে হবে। তবে দৃঢ়চেতা অঞ্জনা প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং জানান, প্রয়োজনে তাকে বাদ দিতেই পারেন। সৌভাগ্যবশত পরিচালক তাকে বাদ দিতে পারেননি। তবুও সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে আতঙ্কিত করেছিল।

স্মৃতিচারণে অঞ্জনা বলেন, "সেদিন সারারাত ছেলেকে জড়িয়ে কেঁদেছি। এরপর সেই লোকটার ভয়ে গ্রিনরুমে দরজা বন্ধ করে থাকতাম।"

পরবর্তীতে প্রতিশোধ হিসেবে দ্বিগুণ পারিশ্রমিকে সেই প্রযোজকের একটি বিজ্ঞাপনে কাজ করেন তিনি। টাকা পেয়ে সেটি বিছানায় বিছিয়ে শুয়ে ছিলেন, যেন পুরোনো যন্ত্রণা কিছুটা ভুলতে পারেন।

এখানেই থেমে থাকেননি অঞ্জনা। এক নামী পরিচালকও তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। সিনেমায় নেওয়ার আশ্বাস দিয়ে তাকে সঙ্গ দেওয়ার অনুরোধ জানান। অঞ্জনা স্পষ্টভাবে জানান, তিনি আপোস করবেন না—আর সে কারণে বাদও পড়তে রাজি ছিলেন।

‘যারা বৃষ্টিতে ভিজেছিল’, ‘ছ-এ ছুটি’, ‘বাই বাই ব্যাংকক’, ‘ল্যাপটপ’, ‘আবার বসন্ত’, ‘কিসমিস’—এই তালিকায় রয়েছে অঞ্জনা বসুর অনেক প্রশংসিত কাজ। তবে এসব অর্জনের পেছনে যে প্রতিরোধ ও সাহসের গল্প লুকিয়ে, তা তুলে ধরলেন তিনি।

এই শিল্পে সফল হতে গিয়ে নারীদের যে রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তা যেন সমাজের সামনে আরেকবার স্পষ্ট হলো অঞ্জনার কণ্ঠে।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে