ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর

২০২৫ এপ্রিল ২৯ ১৪:২৪:২৬
ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপির কর্মী মাহফুজ আলম শ্রাবণের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলার ১৫৭ নম্বর আসামি অভিনেতা এবং মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের।

বিএনপি কর্মী হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরের নাম থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকেই।

আলোচনা-সমালোচনার মধ্যেই মামলার বিষয়টি স্পষ্ট করল পুলিশ। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ওই পোস্টে পুলিশ সদর দপ্তর বলছে, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গ্রহণ করেন। এরপর সেটা মামলা হিসেবে নেওয়ার জন‍্য মিরপুর মডেল থানাকে নির্দেশ দেন।সে নির্দেশ অনুযায়ী পুলিশ মামলা রুজু করে।

গত ২০ এপ্রিল ‎নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন। ওই দিন আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে