ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ধারাবাহিক পতনের কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন

২০২৫ এপ্রিল ২৯ ০০:০১:৩৪
শেয়ারবাজারে ধারাবাহিক পতনের কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন

শেয়ারবাজারে পতনের কারণ খতিয়ে দেখতে বিএসইসির কমিটিশেয়ারবাজারের পতন খতিয়ে দেখতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সম্প্রতি টানা দরপতনে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এবং এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই পতনকে স্বাভাবিক মনে না করে বিএসইসি। তাই পতনের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) বিএসইসি চার সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন: বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের নিম্নমুখী প্রবণতা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তাই কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নম্বর XVII) এবং বিএসইসি আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নম্বর আইন) এর অধীনে কমিশন এই তদন্তের নির্দেশ প্রদান করছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও তা শেয়ারবাজারে প্রতিভাত হয়নি। বরং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক, ডিএসইএক্স প্রায় ১২ শতাংশ কমেছে। বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের অভিযোগ, বর্তমান কমিশন বাজার সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এরফলে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের বিক্ষোভ চলমান রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে