ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

‘নিজেদের মানুষরাই আমাকে ফেলে দিয়েছিলো’: জয়

২০২৫ এপ্রিল ২৯ ১২:৩৬:২৫
‘নিজেদের মানুষরাই আমাকে ফেলে দিয়েছিলো’: জয়

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের এক হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত হয়ে কঠিন সময় পার করতে হয়েছিল অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে। এখন, ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা হওয়ার প্রেক্ষাপটে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

জয় বলেন, “ইরেশ যাকেরের নামে মামলা দেওয়ায় আমি শিল্পী সমাজের সঙ্গে একাত্ম হয়ে তীব্র প্রতিবাদ জানাই। আমি নিজেও এমন মামলার শিকার হয়েছিলাম। তবে আমাকে হয়রানি করেছে পুলিশ নয়, আমার আত্মীয়-স্বজন, আমার চেনা মানুষরাই।”

জয় বলেন, “একমাত্র আশফাক নিপুন ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি। বরং কাজ থেকে বাদ পড়েছি। এমনকি আমেরিকায় একটি শোতে মঞ্চে উঠার তো প্রশ্নই নেই, হোটেল থেকেও বের হতে দেয়নি কিছু ‘অতি উৎসাহী’ সহকর্মী।”

তিনি আরও জানান, মামলা হওয়ার পর সামাজিকভাবে তাঁকে অপমানের শিকার হতে হয়েছে। আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করেছে, অনেকে ফোনও ধরেননি। অথচ তদন্তে প্রমাণ হয়েছে, তিনি কোনোভাবেই ওই মামলার সঙ্গে জড়িত ছিলেন না।

জয় বলেন, “মামলার চেয়ে সেলিব্রেটিকে নিয়ে বেশি চর্চা হয়। এতে মূল অপরাধীরা আড়ালে চলে যায়, বিচারপ্রক্রিয়া থেমে যায়। মিডিয়া ট্রায়াল যেন মূল বিচারকে ছাপিয়ে যায়।”

তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে বলেন, “আমি কারো প্রতি দোষারোপ করছি না। ভুল করেছি, তাই বারবার ক্ষমাও চেয়েছি। কিন্তু অপরাধের বিচার যেন থেমে না থাকে।”

সবশেষে জয় বলেন, “ছবিটিতে আমার অটিস্টিক বেবি আযানের সঙ্গে আমি। অনেকের চোখে আমি হয়তো খারাপ, কিন্তু সন্তানের কাছে আমি সেরা। সেটাই আমার জন্য যথেষ্ট।”

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে