ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

যেভাবে ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৫ এপ্রিল ২৬ ১৬:৪২:৫৮
যেভাবে ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসে থাকছে দুই ধাপে টানা ছুটির সুবিধা। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রথম ধাপে তিনদিন এবং ১১ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দ্বিতীয় ধাপে আরও তিনদিনের ছুটি ভোগ করতে পারবেন তারা।

ছুটির বিস্তারিত:

১ মে (বৃহস্পতিবার): মে দিবস (সরকারি ছুটি)

২ মে (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

৩ মে (শনিবার): সাপ্তাহিক ছুটি

পরবর্তী ধাপ:

৯ মে (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

১০ মে (শনিবার): সাপ্তাহিক ছুটি

১১ মে (রবিবার): বুদ্ধ পূর্ণিমা (সরকারি ছুটি)

এর ফলে মে মাসে দুইবার টানা তিনদিন করে মোট ৬ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা।

এর আগে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এবারও দীর্ঘ ছুটি নাগরিক জীবনে স্বস্তি ও পরিবারে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রতিষ্ঠানের ছুটি ও সময়সূচি নিজস্ব আইন দ্বারা পরিচালিত (যেমন: বাংলাদেশ ব্যাংক বা জরুরি সেবা), তারা জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে