ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

‘শেখ হাসিনা মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল’

২০২৫ এপ্রিল ২৬ ১১:৪৭:৪৭
‘শেখ হাসিনা মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল’

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে জনসভায় তিনি আরো বলেন, আওয়ামী লীগ ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সব শেখ হাসিনার ছিল। কিন্তু গণ আন্দোলনের মুখে পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে।আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পালাতে হয়নি। বীরের মতই ঢাকায় ছিলেন। তাকে হেলিকপ্টার নয় রাজকীয় এম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, "মাত্র ৪৬ মিনিট সময় পেয়েছিল। শাড়িটাও ঠিক মত গোছাতে পারে নাই। পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছিল ভারতে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পালাতে হয় নাই। বীরের মত ঢাকায় ছিল এবং তাকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার না রাজকীয় অ্যাম্বুলেন্স ছিল লন্ডনে নিয়ে যাওয়া হয়।"

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে