ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

কৃষিবিদ ফিডের সম্পদ কেনা নিয়ে সন্দেহ

২০২৫ এপ্রিল ২৪ ১২:৪১:৫০
কৃষিবিদ ফিডের সম্পদ কেনা নিয়ে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত কৃষিবিদ ফিডে স্থায়ী সম্পদ কেনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ কোম্পানি কর্তৃপক্ষ স্থায়ী সম্পদ কিনেছে বলে দাবি করলেও তার প্রমাণাদি দেখাতে পারেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, এই কোম্পানি কর্তৃপক্ষ ১ কোটি ২৭ লাখ টাকার নতুন স্থায়ী সম্পদ কিনেছে বলে আর্থিক হিসাবে তথ্য প্রকাশ করেছে। তবে এই কেনা সম্পদের বিপরীতে সঠিক প্রমাণাদি ও ব্যাখ্যা দিতে পারেনি।

উল্লেখ্য, ২০২১ সালে এসএমইতে তালিকাভুক্ত হওয়া কৃষিবিদ ফিডের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৯ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৩৯ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (২৩ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ১৪.৫০ টাকায়।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে