ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

কাশিমপুর কারাগারে অমানবিক পরিবেশে পলক: আইনজীবী

২০২৫ এপ্রিল ২১ ১৬:৪২:১০
কাশিমপুর কারাগারে অমানবিক পরিবেশে পলক: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। তবে তার আইনজীবী তরিকুল ইসলাম অভিযোগ করেছেন, কারাগারে পলককে রাখা হয়েছে ‘অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী’ পরিবেশে। তিনি বলেন, যে কক্ষে পলককে রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত আলো-বাতাস নেই এবং বৃষ্টির সময় ঘরের মধ্যে পানি ঢোকে।

সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত, পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানোর আদেশ দেন। আদালতে হাজিরের আগে প্রিজন ভ্যানে বৃষ্টির সময় ভেন্টিলেটর দিয়ে পানি ঢুকে পড়ায় পলক ভিজে যান বলে জানান আইনজীবী।

তরিকুল ইসলাম আরও বলেন, তাকে হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, কিন্তু সেখানেও বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। তিনি এটিকে ‘অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেন। তার মতে, এই পরিবেশ কোনোভাবেই একটি নাগরিকের সাংবিধানিক অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আদালতে তোলা হলে সাংবাদিকরা পলককে প্রশ্ন করলেও তিনি মুখ খুলেননি, কেবল মাথা নেড়ে প্রতিক্রিয়া জানান। তবে তাকে ওই সময় কিছুটা হাস্যোজ্জ্বল দেখা যায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে