ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

৩১ বাংলাদেশিকে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

২০২৫ এপ্রিল ২১ ১০:৩১:৪৬
৩১ বাংলাদেশিকে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় ২০২৫ সালের শুরু থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান এবং বিভিন্ন অপরাধে দণ্ডিত হওয়ার অভিযোগ ছিল যার কারণে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেরত আসা নাগরিকদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তায় নিয়ে আসেন বাকিদের বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হয়। সর্বশেষ গত শনিবার পাঁচজন বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হয়।

ফেরত আসা নোয়াখালীর এক বাসিন্দা গণমাধ্যমকে জানিয়েছেন যে তাকে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো ধরনের অসম্মানজনক আচরণ করা হয়নি। তিনি আরও জানান যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে তা গ্রহণযোগ্য না হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ সরকার অভিবাসন সংক্রান্ত এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে কূটনৈতিক স্তরে কাজ করেছে। মার্কিন দূতাবাসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করা হয়েছে যাতে ফেরত আসা বাংলাদেশিদের সম্মানজনকভাবে দেশে আনা যায়। এর ফলে, বিশেষ বিমান বা হাতকড়া ব্যবহারের প্রয়োজন হয়নি।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা নাগরিকদের তালিকা তৈরি করে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলি তা যাচাই-বাছাই করছে। এছাড়া অভিবাসী ফিরিয়ে আনা প্রক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অবশ্য ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফেরত আসা অভিবাসীদের বিমানবন্দরে সহায়তা প্রদান করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে