ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

পুলিশ সদস্যদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ এপ্রিল ১৯ ১৮:৫৫:৩২
পুলিশ সদস্যদের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের অধস্তন (নিচের স্তরের) ফোর্সের জন্য থাকা-খাওয়ার মানোন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের নিচের স্তরের সদস্যদের থাকার পরিবেশ খুবই নাজুক। বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি বলেন, "থাকার ব্যবস্থার মান খুব খারাপ। কীভাবে এটা উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।"

তিনি জানিয়েছেন, বিভিন্ন থানা ঘুরে দেখা হচ্ছে, যাতে বাস্তব চিত্র অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়।

পুলিশ সদস্যদের খাবার ব্যবস্থাও ভালো করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে, তাদের খাবারের গুণমান ও পুষ্টিমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, "আমরা চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যদের নিজ নিজ জেলায় রাখা যায়।" এতে তারা পরিবারকে সময় দিতে পারবেন এবং মানসিক স্বস্তিও পাবেন। ছুটি কম থাকায় এটি আরও জরুরি হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ কাজ নয়।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "মিছিল যেন ভবিষ্যতে না হতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি এটি কন্ট্রোল করতে না পারে, তাহলে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে