ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

২০২৫ সালে মার্কিন ছাত্র ভিসা নীতিতে বড় পরিবর্তন

২০২৫ এপ্রিল ১৯ ১১:৪০:৩২
২০২৫ সালে মার্কিন ছাত্র ভিসা নীতিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: গত মাসে যুক্তরাষ্ট্র ৩২৭ জন বিদেশি শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিল করেছে। দেশটির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আন্দোলনে’ জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

এই ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ শতাংশই ভারতীয় বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

‘আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন (AILA)’-এর একটি প্রেস বিজ্ঞপ্তি এক্স (সাবেক টুইটার)-এ শেয়ার করে জয়রাম রমেশ বলেন, “ভিসা বাতিলের কারণগুলো অস্পষ্ট ও অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক।”

তিনি এ বিষয়ে ভারত সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। রমেশ জানতে চান, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করবেন?

শুধু ভিসা বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে চিহ্নিত করেছে। ফলে তারা আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

এআইএলএ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে: ৫০% ভারতীয়, ১৪% চীনা,বাকি অংশ বাংলাদেশি, নেপালি ও দক্ষিণ কোরীয়।

শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজটি করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। তারা গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

এই পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে অনেক নিরীহ শিক্ষার্থী এ আই সিস্টেমের শিকার হচ্ছেন—যাদের বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য নেই।

এছাড়া অনেক ছাত্র ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেননি বলেও প্রমাণ রয়েছে, তবুও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মার্চে বলেন, তাঁরা এখন "ধরা এবং বাতিল" (catch and cancel) নীতি অনুসরণ করছেন। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা হচ্ছে—তারা ইহুদিবিদ্বেষী বক্তব্য দিচ্ছেন কি না বা হামাসকে সমর্থন করছেন কি না।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে