ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ইউনেস্কোর সতর্কতা

২০২৫ এপ্রিল ১৮ ১১:৪৭:১৯
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ইউনেস্কোর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করায় শুরু হয়েছে নতুন বিতর্ক। এরইমধ্যে এ নিয়ে প্রশ্ন উঠেছে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই আয়োজনে ২০১৬ সালে ‘মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ’ শিরোনামে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি মেলে। কিন্তু সম্প্রতি নাম পরিবর্তনের ফলে ইউনেস্কো জানিয়েছে, স্বীকৃতি ধরে রাখতে হলে নতুন নামে আবার আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে।

বিবিসি বাংলাকে দেওয়া এক ইমেইল বার্তায় ইউনেস্কো বলেছে, “অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে জীবন্ত ঐতিহ্যের গতিশীলতা স্বীকৃত, তবে পরিবর্তনের জন্য স্পষ্ট প্রক্রিয়া এবং কমিটির অনুমোদন আবশ্যক।” এই অনুমোদন দেয় ২৪ দেশের প্রতিনিধিত্বে গঠিত ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কমিটি।

ইউনেস্কো আরও জানিয়েছে, এখনো পর্যন্ত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন নিয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।

তবে ইউনেস্কো এও বলেছে, জীবন্ত ঐতিহ্যের ক্ষেত্রে যেকোনো পরিবর্তনের আগে সম্প্রদায়, ঐতিহ্য এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সতর্ক বিশ্লেষণ জরুরি। এতে ঐতিহ্য বা সংশ্লিষ্ট গোষ্ঠীর কার্যকারিতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকটি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে প্রথম যাত্রার সময় এই আয়োজনের নামই ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। এরপর এটি ধীরে ধীরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিতি পায় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে