ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

গ্রামীণ ব্যাংকের মালিকানা ভাগাভাগিতে চমক

২০২৫ এপ্রিল ১৭ ১৬:৪৬:৪৫
গ্রামীণ ব্যাংকের মালিকানা ভাগাভাগিতে চমক

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে ব্যাংকের বাকি ৯০ শতাংশ মালিকানা রাখা হয়েছে সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক শুরু থেকেই সুবিধাভোগীদের অংশগ্রহণমূলক মালিকানা ও পরিচালনার নীতিতে পরিচালিত হতো। তবে এক সময় রাজনৈতিক কারণে এর মালিকানায় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়। নতুন সংশোধনের মাধ্যমে আবারও ব্যাংকটি মূল দর্শনের কাছাকাছি ফিরে এসেছে।

নতুন অধ্যাদেশে সুবিধাভোগীদের জন্য বোর্ডে ৯ জন প্রতিনিধি নির্বাচনের বিধান রাখা হয়েছে, যাদের মধ্য থেকে ৩ জন মনোনীত হবেন এবং একজন হবেন বোর্ডের চেয়ারম্যান। এ ছাড়া ‘বিত্তহীন’ শব্দটি সংযোজন করে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার মানুষকেও ব্যাংকের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ‘ফিন্যানশিয়াল রিপোর্টিং অ্যাক্ট ২০১৫’ অনুযায়ী, গ্রামীণ ব্যাংককে জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে