ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

বাবার মৃত্যুতে স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম

২০২৫ এপ্রিল ১৬ ১২:১৭:১৭
বাবার মৃত্যুতে স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত চরিত্র হিরো আলম আবারও সংবাদ শিরোনামে। তবে এবার কোনো নতুন গান বা সিনেমার কারণে নয়, নিজের স্ত্রী মডেল রিয়ামনিকে নিয়ে চরম এক সিদ্ধান্ত জানিয়ে আলোচনায় এসেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে মারা গেছেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে যিনি হিরো আলমকে আশ্রয় দেন, অভিভাবকত্ব গ্রহণ করেন। বাবার মৃত্যুতে শোকাহত হিরো আলম স্ত্রীর প্রতি ক্ষোভ ঝেড়ে দেন ফেসবুকে।

এক আবেগঘন ফেসবুক পোস্টে হিরো আলম লিখেন, “রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায়... আমার বাবা বেঁচে থাকতে কেউ দেখতে আসেনি। তাহলে আমি পড়লে কি করবে?”

তিনি আরও লেখেন “রিয়ামনি, যাকে আমি ভালোবেসে ঘরে এনেছিলাম, সে আজ বারগুলোর ডান্স ফ্লোরে নাচছে। আমি চেষ্টা করেছিলাম তাকে সোজা পথে আনার, কিন্তু যাকে ‘ছাড়ে দেয়া গরু’ বলা হয়, তাকে কি ঘরে আটকে রাখা যায়?”

উল্লেখ্য, রিয়ামনির সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন হিরো আলম। এরপর দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে ডিভোর্স দিয়ে রিয়ামনিকে বিয়ে করেন। তাদের একাধিক গানে ও ভিডিও কনটেন্টে একসঙ্গে দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়েই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চলছিল।

হিরো আলমের পোস্টে উঠে এসেছে রিয়ামনির পরিবারেরও অসহযোগিতার অভিযোগ। দাবি করেছেন, তার বাবাকে হাসপাতালে কেউ দেখতে আসেনি।

হিরো আলমের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার পক্ষে-বিপক্ষে উঠেছে নানা মত। কেউ রিয়ামনির বিরুদ্ধে কথা বলেছেন, কেউবা হিরো আলমের আবেগপ্রবণ আচরণ নিয়ে সমালোচনা করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে