ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

ইইউ সফর নিয়ে যা জানালেন জামায়াত আমির

২০২৫ এপ্রিল ১৭ ১৪:৩১:১০
ইইউ সফর নিয়ে যা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন ফলপ্রসূ হবে না বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ইইউর আমন্ত্রণে ব্রাসেলসে সফর করেন তিনি। সেখানে গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, বিনিয়োগ, রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জামায়াত আমির জানান, বাংলাদেশের জনশক্তি কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের লাভবান হওয়ার সুযোগ আছে। এতে দেশের কর্মসংস্থান ও শিল্প খাতে স্থিতিশীলতা আসবে। ইকোনমিক জোন প্রতিষ্ঠার আহ্বানও জানানো হয়েছে, যেখানে ইইউ ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি বলেন, “বিদেশে অনেক বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন। কারণ, দক্ষতা ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে।” প্রবাসীদের দক্ষ করে গড়ে তুলতে ইইউর সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে মৃত্যুর পর লাশ ফিরিয়ে আনার সমস্যার কথাও উঠে এসেছে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়। জামায়াত আমির বলেন, “আমরাও এক সময় নির্যাতিত ছিলাম, তাই মজলুমদের ব্যথা আমরা বুঝি।”

ডা. শফিকুর রহমান বলেন, “সংস্কার ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার গঠন করে উপযুক্ত সংস্কার শেষে নির্বাচন দিলে জামায়াত অংশ নিতে প্রস্তুত।” ইউরোপীয় ইউনিয়নকেও এই বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সফরের অংশ হিসেবে তিনি লন্ডনে গিয়েছিলেন শুধু খালেদা জিয়াকে দেখতে। সেখানে রাজনৈতিক প্রসঙ্গ কিছুটা আলোচিত হলেও সফরের মূল লক্ষ্য ছিল সাক্ষাৎ।

জামায়াতের রাজনৈতিক নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি, আইনের মাধ্যমে আবার তা ফিরে পাব।”

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে