ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

‘ক্রিম আপা’র সন্তানের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী হাফেজ

২০২৫ এপ্রিল ১৬ ১১:২৫:৪২
‘ক্রিম আপা’র সন্তানের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী হাফেজ

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা, যিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত, শিশুদের ওপর নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইরশাদ জামান দায়ের করা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শারমিন শিলার গ্রেফতারের পর অনেকের মনে প্রশ্ন উঠেছিল—তার শিশু সন্তানদের ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্নের প্রেক্ষিতে সুখবর জানিয়েছে ‘একাই 100’ নামের একটি সংগঠন, যারা শুরু থেকেই ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সোচ্চার ছিল।

সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, শিলার সন্তান কাউসারের দায়িত্ব নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। তিনি শুধু তার পড়াশোনা নয়, বরং কোরআনের হাফেজ বানানো, থাকা-খাওয়া, এবং যাবতীয় খরচ নিজ দায়িত্বে বহন করবেন। তার মাদ্রাসায় কাউসারকে পূর্ণ স্কলারশিপে ভর্তি করানো হবে।

শারমিন শিলার এক সময়ের স্বপ্ন ছিল তার সন্তান হাফেজ হবে। জানা গেছে কাউসার নিজেও এতে সম্মতি দিয়েছেন এবং তার বাবা মাদ্রাসা পরিদর্শন করতে চেয়েছেন। খুব শিগগিরই কাউসার সেখানে ভর্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

শারমিন শিলার ঘটনা সামনে আসার পর আরও কিছু বিতর্কিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি সাইবার সিকিউরিটি আইন ও অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর তোহা হোসাইন। অভিযোগ রয়েছে, তিনি অনলাইনে জুয়া ও বেআইনি অ্যাপসের প্রচারণা চালিয়েছেন।

তাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজ সচেতন কয়েকজন ব্যক্তি মো. রিফাতুল হক শাউন, পারভেজ কোভিড, ও তৌহিদুল ইসলাম শীতল।

অন্যদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে জনপ্রিয় টিকটকার দম্পতি মুক্তা ও ইব্রাহিমের বিরুদ্ধে। চুনারুঘাট উপজেলার তৌহিদী জনতা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে বিচারক এফআইআর-এর নির্দেশ দেন। মামলার পর তারা পলাতক থাকলেও একটি ভিডিও বার্তায় নিজেদের কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে