ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজার পতনের মূলে ১০ কোম্পানির শেয়ার

২০২৫ এপ্রিল ১৩ ১৬:৫৭:১৬
শেয়ারবাজার পতনের মূলে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৩ এপ্রিল) শেয়ারবাজারের লেনদেন বড় আকারে পতন প্রবণতায় শেষে হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৩৫ পয়েন্টের বেশি।

লংকাবাংলা ফাইন্যান্স এনালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, এই পতনের পেছনে প্রধানত দায়ী ১০ কোম্পানির শেয়ার। যেগুলোর দাম নেতিবাচক থাকার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩০ পয়েন্টের বেশি।

কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এসিআই লিমিটেড এবং ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি)।

আজ এই ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক, যার শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা কমায় সূচক কমেছে ৭.৭৫ পয়েন্ট।

সূচক নামানোর দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা কমলে সূচক কমেছে ৭.২৭ পয়েন্ট।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ৩.৯৩ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ২.১২ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৭৭ পয়েন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ১.৫৫ পয়েন্ট, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১.৪৫ পয়েন্ট, সাউথইস্ট ব্যাংক ১.৩৪ পয়েন্ট, এসিআই লিমিটেড ১.১০ পয়েন্ট এবং এনসিসি ব্যাংক ১.০৩ পয়েন্ট সূচক নামিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর