ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

বিএসইসি ভবনের নিরাপত্তা জোরদারে আনসারের বিশেষ পদক্ষেপ

২০২৫ এপ্রিল ১০ ২১:৫২:৫১
বিএসইসি ভবনের নিরাপত্তা জোরদারে আনসারের বিশেষ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের নিরাপত্তা সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, এর অংশ হিসেবে বিএসইসি ভবনে সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে। ১ এপ্রিল ২০২৫ থেকে আনসার বাহিনীর সদস্যরা বিএসইসির নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছে।

এখন পর্যন্ত, ২৬ জন আনসার সদস্য শিফট ভিত্তিতে নিরাপত্তা দিচ্ছেন, তবে পুরোপুরি দায়িত্ব বণ্টন হয়নি। বর্তমানে, ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য তিনটি শিফটে কাজ করছেন, যার মধ্যে ৪ জন অস্ত্রধারী রয়েছেন। দুটি সদস্য চেয়ারম্যান ও কমিশনার ফ্লোরে দায়িত্ব পালন করছেন এবং অন্য দুজন প্রধান ফটকের নিরাপত্তা নিশ্চিত করছেন।

বিএসইসির নিরাপত্তা ব্যবস্থা চালু হওয়ার পর, ভবনের ভেতর ও বাইরের নিরাপত্তা বাড়ানো হয়েছে, যেখানে আনসার সদস্যরা বিভিন্ন পজিশনে নিয়োজিত রয়েছেন। এছাড়া, আনসার সদস্যদের শটগানসহ নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হয়েছে, যদিও তাদের জন্য আবাসন ব্যবস্থা এখনো সম্পন্ন হয়নি।

এই সিদ্ধান্তটি একটি গুরুতর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী বিএসইসি সরকার কর্তৃক ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (সিআইআই) অন্তর্ভুক্ত। ফলে বিএসইসি ভবনের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “বিএসইসি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে।”

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে