ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিশ্ব শেয়ারবাজারে উত্থানের জোয়ার, প্রভাবহীন বাংলাদেশের বাজার

২০২৫ এপ্রিল ১০ ১৫:৩৩:০৩
বিশ্ব শেয়ারবাজারে উত্থানের জোয়ার, প্রভাবহীন বাংলাদেশের বাজার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী অধিকাংশ দেশের ওপর নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে। যার ফলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার অনেক দেশের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। কোন কোন দেশের শেয়ারবাজারে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখা গেছে। লেনদেনেও ছিল রীতিমতো দৌড়।

কিন্তু বাংলাদেশের শেয়ারবাজারে এর কোন প্রভাব দেখা যায়নি। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেনে কিছুটা ইতিবাচক হলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন ছিল নেতিবাচক। এছাড়া, ডিএসইতে প্রথম বেলায় কিছুটা চাঙ্গাভাব দেখা গেলেও শেষ বেলায় সেটা মিইয়ে যায়।

অন্যদিকে, ডিএসইতে সূচক ও লেনদেন আজ ইতিবাচক দেখ গেলেও এখানে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। যদিও সিএসইতে সূচক ও লেনদেন নেতিবাচক হলেও সেখানে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের শেয়ারবাজার গত ৩ বছরের বেশি সময় ধারাবাহিক মন্দায় ধুঁকে ধুঁকে এখন তলানিতে এসে ঠেকেছে। এই বাজারের অর্ন্তনিহিত শক্তি খুব দুর্বল। যে কারণে পতন প্রক্রিয়ায় বড় ছোটপাট থাকলেও উত্থান প্রক্রিয়ায় শক্তিমত্তা তেমন দেখা যায় না। এখানে চলছে ‘ধীরে চলার নীতি’।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৫৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ১৮ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৯৮ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৮টির এবং পরিবর্তন হয়নি ৭৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৮২ লাখ খ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.০৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ২.৮৫ পয়েন্ট।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে