ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

১৪টি নতুন তেল ও গ্যাস খনি আবিষ্কার করল সৌদি আরব

২০২৫ এপ্রিল ১০ ১০:৪৬:৩৪
১৪টি নতুন তেল ও গ্যাস খনি আবিষ্কার করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব নতুন ১৪টি তেল ও গ্যাস খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আর রুব আল খালি (এম্পটি কোয়ার্টার) অঞ্চলে এসব খনি খুঁজে পাওয়া গেছে, যা সৌদি আরবকে বৈশ্বিক জ্বালানি খাতে আরও শক্তিশালী করবে।নতুন খনি আবিষ্কারের বিস্তারিত

এবারের আবিষ্কারের মধ্যে রয়েছে:

৬টি নতুন তেলের খনি

২টি তেলের রিজার্ভার

২টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র

৪টি গ্যাস রিজার্ভার

বিশেষ তেল ক্ষেত্র

জাবু এলাকায় নতুন তেল খনি আবিষ্কৃত হয়েছে, যেখানে জাবু-১ কূপ থেকে প্রতিদিন ৮০০ ব্যারেল হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে।

সায়াহিদ খনি থেকে সায়াহিদ-২ কূপ থেকে প্রতিদিন ৬৩০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব।

আইফান-২ কূপ থেকে প্রতিদিন ২,৮৪০ ব্যারেল তেল এবং প্রায় ০.৪৪ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হচ্ছে।

গ্যাস ক্ষেত্র

গিজলান ক্ষেত্র থেকে গিজলান-১ কূপ থেকে প্রতিদিন ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ২,৫২৫ ব্যারেল কনডেনসেট পাওয়া গেছে।

আরাম খনি থেকে আরাম-১ কূপ থেকে প্রতিদিন ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৩,০০০ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হচ্ছে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এই আবিষ্কারগুলোর গুরুত্ব তুলে ধরে বলেন, এসব খনি সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এছাড়া, ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে এই আবিষ্কারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নতুন তেল ও গ্যাস ক্ষেত্রগুলি সৌদি আরবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে