ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

২০২৫ এপ্রিল ১০ ০৬:৫০:২৬
ট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণায় মার্কিন শেয়ারবাজারে বড় উত্থান

শেয়ারনিউজ ডেস্ক: চীন ব্যতীত বিশ্বের সব দেশের ওপর শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় বহু শেয়ারের দাম এক লাফে বেড়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) নীতির ঘোষণা ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতনের কারণ হয়েছিল। তবে বুধবার তিন মাসের জন্য নতুন শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাজারে দ্রুত পরিবর্তন আসে।

বিনিয়োগকারীরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং বাজারে ফিরে আসছেন। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক এদিন ২,৯৬৩ পয়েন্ট বা ৭.৮৭ শতাংশ বেড়ে যায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় একক উত্থান।

একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯.৫২ শতাংশ এবং নাসডাক সূচক ১২.১৬ শতাংশ বৃদ্ধি পায়। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের অক্টোবরের পর এসঅ্যান্ডপি-৫০০ এবং ২০০১ সালের পর নাসডাক সূচকের জন্য এটিই ছিল সবচেয়ে বড় উত্থান।

বলভিন ওয়েলথ ম্যানেজমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট জিনা বলভিন বলেন, “এটি সেই মুহূর্ত, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বাজারের প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং অত্যন্ত ইতিবাচক হয়েছে।”

তবে তিনি সতর্ক করেন, “এই শুল্ক স্থগিতের মেয়াদ ৯০ দিন—এরপরে কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ফলে বিনিয়োগকারীদের সামনে ভবিষ্যতে কিছুটা অস্থিরতা আসতে পারে।”

বিশ্লেষকরা মনে করছেন, বাজারে এই ধাক্কা সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘমেয়াদে শুল্কনীতি ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি কী মোড় নেয়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আলীম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে