ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

নাবিল গ্রুপের পরিচালককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ এপ্রিল ০৮ ২০:৪১:২৭
নাবিল গ্রুপের পরিচালককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও গ্রুপটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের স্ত্রী ইসরাত জাহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ প্রদান করেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। সেই সঙ্গে মানিলন্ডারিংয়েরও গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, চলমান অনুসন্ধান প্রক্রিয়া থেকে নিজেকে আড়াল করতে ইসরাত জাহান যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে তার বিদেশ গমন বন্ধ করা জরুরি বলে আবেদন জানানো হয়।

আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তে সহায়তার স্বার্থে ইসরাত জাহানের বিদেশ যাত্রা নিষিদ্ধের আদেশ দেন।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে