ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘বাটা সু ইসরাইলি কোম্পানি নয়’

২০২৫ এপ্রিল ০৮ ০৬:৪৮:৫৪
‘বাটা সু ইসরাইলি কোম্পানি নয়’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা বাংলাদেশে অবস্থিত তাদের কিছু আউটলেটে হামলার ঘটনাকে 'ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল' হিসেবে উল্লেখ করেছে ।

সোমবার (০৭ এপ্রিল) রাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বাটা জানায়, তারা কোনো ইসরাইলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরাইল-প্যালেস্টাইন সংঘাতের সাথে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।

বাটা জানায়, বাটা গ্লোবালি একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

বাটার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে, তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ঘটেছে—যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা যেকোনো ধরনের সহিংসতাকে দৃঢ়ভাবে নিন্দা করি। বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে এবং সর্বদা গুণগত মান ও সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে