ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে উন্নতি: কমেছে পতন, বেড়েছে লেনদেন

২০২৫ এপ্রিল ০৭ ১৫:২২:২৬
শেয়ারবাজারে উন্নতি: কমেছে পতন, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আগের দিন রোববার ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কনীতির আতঙ্কের মধ্যে বাংলাদেশের শেয়ারবাজার চালু হয়েছিল। দীর্ঘ ৯ কর্মদিবস ঈদুল ফিতরের ছুটিশেষে উভয় শেয়ারবাজার বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায়।

তবে বিনিয়োগকারীদের ধৈর্য্য ও সাহসিকতার কারণে বাজারে তেমন ধস দেখা যায়নি। দিনভর উভয় বাজারে মিশ্র প্রবণতায় লেনদেন হয়। শেষ বেলায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৪ পয়েন্ট কমলেও ডিএসই৩০ সূচক বেড়েছিল ১৪ পয়েন্টের বেশি। অন্যদিকে, চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক ছিল ইতিবাচক প্রবণতায়।

রোববার উভয় বাজারের লেনদেনও ছিল ইতিবাচক। ডিএসইতে লেনদেন ঈদের শেষ কর্মদিবসের তুলনায় ১০০ কোটি টাকার বেশি বেড়েছিল। আর সিএসইতে লেনদেন বেড়েছিল এক-তৃতীয়ংশের বেশি। যদিও উভয় বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছিল।

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার উভয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের দেড় ঘন্টার মাথায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্বিক দুর্বলতা দেখা যায়। তাদের সেল প্রেসার কিছুটা বেড়ে যায়। ফলে সূচক ক্রমাগত নিচে নামতে থাকে এবং শেষ বেলায় পতন প্রবণতায় লেনদেন শেষ হয়।

তবে আজ বাজারে পতনের মাত্রা কমতে দেখা যায়। আগের দিন যেখানে ডিএসইর প্রধান সূচক কমেছিল ১৪ পয়েন্ট, আজ কমেছে সাড়ে ৮ পয়েন্ট। তবে আজও ডিএসইর লেনদেন ছিল ইতিবাচক প্রবণতায়। আগের দিনের চেয়ে লেনদেন ৫৪ কোটি টাকার বেশি থাকে।

অন্যদিকে, সিএসইতে আজ লেনদেন প্রায় একই পরিমাণে ছিল। তবে প্রতিষ্ঠানটির চার সূচকরে মধ্যে প্রধান সূচকসহ তিন সূচকই ছিল ইতিবাচক প্রবণতায়। একটি ছিল সামান্য নেতিবাচক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার

আজ ডিএসইর প্রধান সূচক ৮.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৮৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৩৯ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

চিটাগাং স্টক এক্সচেঞ্জের বাজার

সিএসইতে আজ ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়া।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬১ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ১১.৫৮ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে