ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

ঈদের আগে শেয়ারবাজারের যে খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে

২০২৫ মার্চ ২৭ ১৬:১১:২৩
ঈদের আগে শেয়ারবাজারের যে খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে মিউচ্যুয়াল খাতের ইউনিটে। এদিন যে কারণে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে।

ডিএসইর তথ্যমতে, এদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই ছিল মিউচ্যুয়াল ফান্ড। এদিন দাম বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির দর বেড়েছে ৯.৭৬ শতাংশ।

এছাড়া, ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট ফান্ডের ৬.২৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৭১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ফান্ডের ৫.৩৬ শতাংশ ও এসইএমএল গ্রোথ ফান্ডের ৪.১৭ শতাংশ।

চলতি সপ্তাহে দ্বিতীয় কর্মদিবসে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ক্রমবর্ধমান সান্নিধ্য লক্ষ্য করা যায়। তবে তৃতীয় কর্মদিবসে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপের কারণে ফান্ডগুলোর মূল্য সংশোধন হতে থাকে। কিন্তু আজ, সপ্তাহের শেষ কর্মদিবসে বিনিয়োগকারীরা আবার মিউচ্যুয়াল ফান্ডে ফিরে আসেন। এর ফলে, লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে ২টি বাদে বাকিরা সবগুলোর ইউনিটের দাম বেড়ে যায়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে